প্রতারণায় অভিযুক্ত মালিয়াকে ভারতে হস্তান্তর করবে : ব্রিটিশ সরকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:    ব্রিটিশ সরকার ,কয়েক হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়াকে ভারতের কাছে হস্তান্তর করবে । গতকাল সোমবার এই সিদ্ধান্তের নথিতে স্বাক্ষর করেন ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ।

তবে ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে ১৪ দিন সময় পাবেন এই শিল্পপতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ডিসেম্বরে মালিয়াকে ভারতের কাছে প্রত্যর্পণের নিদের্শ দিয়েছিল ব্রিটেনের আদালত।

পরে তা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।শিল্পপতি মালিয়া ব্যাংক থেকে প্রায় নয় হাজার কোটি টাকা ঋণ নিয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন। বর্তমানে তিনি লন্ডনে বাস করছেন। তাকে দীর্ঘদিন ধরে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.