প্রকৃতির কাছে খোলা চিঠি.. শুভ” এবং “অশুভ” দুটিই শক্তি

সিলভীয়া মশিউর: শুভ” এবং “অশুভ” দুটিই শক্তি। *দুটি শক্তিই ফ্রিকোয়েন্সি লেবেলে অবস্থান করে একদম অস্তিত্বহীন অবস্থায়। কিন্তু – যখন কোনো মানুষ নীরবে অথবা সরবে মনের ফোকাস দ্বারা, নিজের জন্য বা অন্য কারো জন্য দুটি শক্তির মধ্যে যাকেই ডাকে, তখন ওই শক্তি – তার মাঝেই প্রকাশিত হতে থাকে।
— কাজেই প্রতিটা মানুষের জন্য মঙ্গল কামনা করা মানেই – নিজের জন্য মঙ্গল টেনে আনা। প্রকৃতি এভাবেই আমাদেরকে বেঁধে রেখেছে, একে – অপরের সাথে।
আমাদের উচিৎ জীবনের প্রতিমুহূর্তে ‘ খুবই সুনিপুণভাবে – পজেটিভ কথা বলা,নেগেটিভ মানুষগুলো কাট করে পজেটিভ মানুষদের সাথে উঠাবসা করা পজেটিভ কথা আলোচনা করা~ 🌹পজেটিভ সংবাদ পড়া- শোনা এবং দেখা 🌹~

– তাহলে, নিজেকে ঘিরে পজেটিভ ফ্রিকোয়েন্সির একটা নেটওয়ার্ক অবস্যই তৈরি হবে।
*🐉 ফেইসবুকে পোস্ট করা নেগেটিভ দৃশ্যকে দেখা বা দেখানো কখনোই উচিৎ না – ভালো ,সুস্থ্য পোষ্ট মেন্টাল হেলথের জন্যে অলওয়েজ বেটার।

সংবাদ প্রেরক লেখিকা—সিলভীয়া মশিউর, প্রবাসী এবং স্কাই চ্যানেল-780 ও এনটিভি ইউরোপের সংবাদ পাঠিকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.