প্রতিবাদকারী: গত ২১ জুন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার অনলাইন ও ২২ জুন একই পত্রিকায় “ভ্যানচালক নিহতের ঘটনায় প্রকৌশলী ও চালককে বাঁচাতে মরিয়া শ্রমিকলীগ নেতা সিরাজুল, দুর্নীতির অভিযোগে উত্তাল নেসকো বিভাগ-৩” শিরোনামে পূর্বে প্রকাশিত একটি অনুসন্ধানী সংবাদকে উদ্দেশ্য করে ‘মোঃ সিরাজুল ইসলাম’ নামীয় ব্যক্তির একটি প্রতিবাদ প্রকাশ করা হয়েছে। আমি উক্ত প্রতিবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রথমত, দৈনিক রাজশাহীর আলো ও দৈনিক রাজবার্তা পত্রিকায় প্রকাশিত সংবাদটি একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি যথাযথ অনুসন্ধান, তথ্য-উপাত্ত ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করে প্রকাশ করেছি। সংবাদটি ১০০% সত্য, নির্ভরযোগ্য এবং জনস্বার্থে পরিবেশিত হয়েছে। সংবাদে উল্লিখিত ব্যক্তি সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা কোনোভাবেই মনগড়া বা উদ্দেশ্যপ্রণোদিত নয়। সংবাদটি এ দুটি পত্রিকার পাশাপাশি বিটিসি নিউজ ও নিউজ জি২৪ অনলাইন সহ জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পতিকাতেও প্রকাশিত হয়েছে।
দ্বিতীয়ত, সংবাদ প্রকাশের পর ‘শ্রমিকলীগ নেতা’ হিসেবে চিহ্নিত মোঃ সিরাজুল ইসলাম যেভাবে নিজেকে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের নেতা বলে দাবি করে পত্রিকায় প্রতিবাদ দিয়েছেন, সেটি মূলত জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। তার নামে ও পদবীতে যে রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার, ফ্ল্যাট মালিকানা ও সংযোগ বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে—তা ইতিমধ্যেই নেসকো ও সংশ্লিষ্ট দপ্তরে আলোচিত এবং নথিভুক্ত হয়েছে। উক্ত বিষয়ে আরও অনুসন্ধান চলছে।
তৃতীয়ত, সাংবাদিকতা পেশা, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তি পর্যায় থেকে রাজনৈতিক পরিচয় দিয়ে প্রকাশ্যে হুমকি ও অপপ্রচার চালানো একটি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় প্রবণতা, যা পেশাদার সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
অতএব, ‘দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকায় প্রকাশিত সিরাজুল ইসলামের প্রতিবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃতি মূলক ও সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কৌশল মাত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে এ ধরনের মনগড়া প্রতিবাদ ছাপিয়ে প্রকৃত সাংবাদিকতাকে হেয় করার অপপ্রয়াস থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
সংবাদ প্রেরক প্রতিবাদকারী, দৈনিক রাজবার্তা ও দৈনিক রাজশাহীর আলো রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.