প্রকল্পের কাজে ধীরগতিতে অজুহাত মানবে না সরকার : পরিকল্পনা উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: এখন থেকে প্রকল্পের কাজে ধীরগতির জন্য পেছনে সরকার কোনো অজুহাত মানবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ঢাকা শহরে পরিশোধিত পানি সরবরাহ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে। প্রকল্পটি চারবার সংশোধন করা হয়েছে। ঢাকা ওয়াসা সঠিকভাবে কাজ করছে না। এই প্রকল্পের অনিয়ম খুঁজে বের করা হবে।
‘এখন থেকে প্রকল্পের কাজে ধীরগতির জন্য পেছনে কোনো অজুহাত মানবে না সরকার। সব মন্ত্রণালয়কে এই বার্তা দেয়া হয়েছে’, যোগ করেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এ সময় তিনি বলেন, রাজধানীতে আরও দুটি মেট্রোরেল নির্মাণ প্রকল্পে বেশি অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে। কিন্তু এসব চুক্তি তো আগেই হয়ে গেছে। তারপরও খরচ কমাতে সরকার জাইকার সঙ্গে দরকষাকষি করছে।
তিনি আরও জানান, বিদ্যুতের সিস্টেম লস কমানোসহ সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ৫১৯ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। এটা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ভালো হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত জমি নিয়ে বির্তকের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে কোনো জায়গায় প্রকল্প বাস্তবায়ন করতে গেলে পরিবেশের ক্ষতি কিছুটা হবে। আবার লাভও আছে৷ সেটা মেনেই প্রকল্প বাস্তবায়ন করতে হয়। তবে পরিবেশের ছাড়পত্র নিয়ে ক্যাম্পাস করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.