প্যারিসে রেলস্টেশনে প্রকাশ্যে ছুরি নিয়ে হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফান্সের রাজধানী প্যারিসের ব্যস্ততম গারডু নর্ড স্টেশনে প্রকাশ্যে এক ব্যক্তির ছুরি হামলায় বেশ কয়েকজন জখম হয়েছেন। বুধবার ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে সরাসরি গুলি করে রুখতে হয়েছে।
পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের নাম জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত জানানো সম্ভব না।
এদিকে গারডু নর্ড স্টেশনে সকালে কতিপয় ব্যক্তি আহত হয়েছে বলে টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন লিখেছিলেন।
তবে অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে আহতরা পুলিশের দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
কেননা রেল স্টেশনে সকালের আকস্মিক আক্রমনাত্মক ঘটনাগুলোর ব্যবস্থা নিতে পুলিশের বিলম্ব হয়। তবে এটি সিএনসিএফ অপারেটরের সরাসরি তত্ত্বাবধানে এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। এদিকে ফ্রান্সে মৌলবাদী ইসলামপন্থীদের দ্বারা মারাত্বকভাবে আক্রমণ হওয়ার পর ২০১৫ সাল থেকে পুরো ফ্রান্সজুড়ে প্রশাসনিক অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল। (সূত্র: এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.