পৌর নির্বাচন স্থগিত হলেও অবৈধভাবে নৌকার মিছিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন স্থগিত তবুও হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় নৌকার মিছিল। আজ রবিবার বিকেলে ১৫-২০ জন যুবককে হ্যান্ড মাইকযোগে নৌকার মিছিল করতে দেখা যায়।
নির্বাচন অফিস বলছে-নির্বাচন স্থগিত থাকায় কোন ধরনের মিছিল-মিটিং করা, বিধি ভঙ্গের শামিল। মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, সাটু হল মার্কেট, আব্দুল মান্নান সেন্টু মার্কেটের ভিতরসহ বিভিন্ন সড়কে আধাঘন্টাব্যাপী মিছিল করে।
এসময় মিছিলকারী যুবকরা পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেটও বিতরণ করে। এনিয়ে সাধারণ জনগণের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়। নাম প্রকাশ না করার শর্তে এক দোকান মালিক জানান, নৌকার মিছিল তাই এটা বৈধ, কিন্তু অন্য কোন প্রার্থীকে এমন মিছিল করতে দিতোনা প্রশাসন।
এবিষয়ে আজ রবিবার বিকেল পৌনে ৫টার দিকে জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনের কোন প্রার্থী মিছিল করতে পারবেন না।
নৌকার মিচিল হচ্ছে বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, গত ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন হবার কথা ছিল।
কিন্তু গত ২৬ অক্টোবর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন। তারপরও বিধি ভঙ্গ করে নৌকার প্রার্থী কর্মীসভা, মতবিনিময় সভার নামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.