পোল্যান্ডে রুশ দূতাবাসের স্কুল জব্দ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মস্কো দূতাবাসের কাছে একটি স্কুল ভবন জব্দ করেছে পোলিশ সরকার। স্কুলটি কূটনীতিকদের সন্তানদের পড়াশোনার জন্য ব্যবহার হয়। শনিবার এ তথ্য জানিয়েছে ওয়ারশর নগর কর্তৃপক্ষ।
রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভ এই পদক্ষেপকে অবৈধ অভিহিত করে বলেন, দেশটি একটি কূটনৈতিক সুবিধায় অবৈধ অনুপ্রবেশ করেছে। স্কুলটি দূতাবাসের অন্য একটি প্রাঙ্গণে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। 
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাজ জাসিনা বলেন, এই ভবনটি ওয়ারশ সিটি হলের অন্তর্গত। রুশরা এতদিন অবৈধভাবে এটি দখল করেছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এটিকে মস্কোর সঙ্গে পোলিশ কর্তৃপক্ষের আরেকটি শত্রুতামূলক কাজ এবং ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।
এমন আচরণের জন্য মূল্য দিতে হবে পোল্যান্ডকে। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.