পোর্তোকে হারিয়ে সেমির পথে একধাপ চেলসি

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে ব্লুরা।
পর্তুগিজ ক্লাব পোর্তোর মাঠে আতিথ্য নেয়ার আগে চেলসির ঝুলিতে ছিলো হার। প্রিমিয়ার লিগে হেরেছে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে হারের কোন সুযোগ নেই। তাই শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ইংলিশ জায়ান্টরা।
একের পর এক আক্রমণ চালায় পোর্তো শিবিরে। গোলের দেখা পায় ম্যাচের ৩২ মিনিটে। জর্জিনহোর অ্যাসিস্টে চেলসির হয়ে গোলখাতা খোলেন মাউন্ট। এরপর বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধ্বে ফিরেও বেশ খানিক্ষণ আর কোন গোল হয়নি।
পরে ৮৫ মিনিটে চিলওয়েলের করা গোলে ২-০ তে এগিয়ে যায় চেলসি। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে থমাস টাচেলের দল। এ জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো ব্লুরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.