পোরশা সীমান্ত থেকে বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্ত থেকে মোসাহাক আলী (২৭) নাকে এক বাংলাদেশী গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার ভোরে পোরশার আরএস-২৩০/২৩১নং পিলার থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। মোসাহাক আলী উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

স্থানীয় ও মোসাহাক আলীর বাবা ইমাম হোসেন বিটিসি নিউজকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোসাহাক আলী সহ কয়েকজন আরএস-২৩০/২৩১নং পিলার দিয়ে গরু আনতে ভারতে যায়।

ভারত থেকে ফেরার পথে আজ শুক্রবার ভোরে আড়াগাছী-ক্যাদারিপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফ দায়িত্বরত সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে।

এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মোসাহাক আলীকে আটক করে।

নিতপুর বিজিবি-১৬ ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই।

তবে কয়েকজন ফোন দিয়ে এ ব্যাপারে আমাকে অবগত করা হয় যে ভারতে গরু আনতে গিয়ে একজনকে আটক করেছে বিএসএফ। তবে খোঁজ নিয়ে দেখব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.