পোরশায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় কালাইবাড়ি শেখ রাসেল স্মৃতি সংঘের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেএসসি/জেডিসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন, সংশ্লিষ্ট সংঘের স্থানীয় প্রতিষ্ঠাতা সভাপতি শিশ মোহাম্মদ।

এসময় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমৃকর্তা ওয়াজেদ আলী মৃধা, থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, নিতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আখতার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইসহ প্রমূখ।

পরে জিপিএ-৫প্রাপ্ত ৮৮জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট, মেডেল ও স্মরনিকা বই প্রদান করা হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.