বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক খ্রিস্টানরা ‘পবিত্র জলে’ বিশ্বাস করে। তবে ‘পবিত্র বিয়ার’ কেমন হবে? হ্যাঁ, সেটাই এবার দেখা গেল ভ্যাটিকানে!
বুধবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের কাছ থেকে পোপ লিও একটি বিশেষ উপহার গ্রহণ করেছেন। শিকাগোর একটি কারখানা থেকে আনা চার প্যাকেট স্বল্প অ্যালকোহলযুক্ত পানীয়।
রয়টার্স জানিয়েছে, ভ্যাটিকানে লিওর সঙ্গে দেখা করার সময় উপহার বিনিময়ের অংশ হিসেবে পোপের হাতে বিয়ারগুলো তুলে দেন জেবি প্রিটজকার।
লিও মূলত শিকাগোর বাসিন্দা এবং প্রথম মার্কিন পোপ। উপহার তুলে দিয়ে প্রিটজকার লিওকে পরামর্শ দেন, এটি ‘স্থানীয় বিয়ার, উপভোগ করতে পারেন।’
বিয়ারগুলো নিয়ে টেবিলের ওপর রেখে জবাবে লিও বলেন, ‘আমরা ওটা ফ্রিজে রাখব।’
ডেমোক্র্যাট নেতা প্রিটজকার ২০১৯ সাল থেকে ইলিনয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কেন রোমে গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাননি। তবে তিনি প্রায়শই ইতালি গেলে পোপের সঙ্গে দেখা করেন।
রয়টার্সের প্রতিবেদন বলছে, শিকাগোর উত্তর দিকে অবস্থিত বার্নিং বুশ ব্রিউয়ারি থেকে উৎপন্ন এই বিয়ারটির নাম ‘দ্য পোপ’। পানীয়টি গ্রহণ সম্পর্কে ভ্যাটিকান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। #

















