পেশাগত দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে উপহার প্রদান

রাজশাহী জেলা পুলিশআজ ২৭-০২-২০১৯ খ্রি. পুলিশ সুপার রাজশাহী এর কক্ষে ২০১৮ সালে পেশাগত দায়িত্ব পালনের নিমিত্তে দেশের জন্য আত্মোৎসর্গকারী রাজশাহী জেলার ০৫(পাঁচ) জন পুলিশ সদস্যের পরিবারকে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ উপলক্ষ্যে সম্মানিত আইজিপি জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) কর্তৃক প্রদত্ত উপহার তুলে দেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম।

নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকৃত রাজশাহী জেলার সদস্যরা হলেন- ১) পুলিশ পরিদর্শক(স.)/আবু সৌয়ব উদ্দীন কবিরাজ, গ্রাম-চক ঝিকরা, ডাকঘর-হাট ঝিকরা, থানা-চারঘাট, ২) এএসআই(স.)/মোহাম্মদ আরমান আলী, গ্রাম-ব্রাহ্মণগ্রাম, ডাকঘর-কাঁকনহাট, থানা-গোদাগাড়ী, ৩) কনস্টবল/সাইফুল ইসলাম, গ্রাম-শিরোলিয়া, ডাকঘর-হাট গোদাগাড়ী, থানা-গোদাগাড়ী, ৪) কনস্টবল/মোঃ তুহিন, গ্রাম-ইউসুফপুর, থানা-চারঘাট ও ৫) কনস্টবল/উইলিয়াম মার্ডি গ্রাম-প্রসাদপাড়া, ডাকঘর-আলোকছত্র, থানা-গোদাগাড়ী, সর্বজেলা-রাজশাহী।

পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর এ উপহার ও সম্মাননা প্রদান করা হয়। বর্ণিত অনুষ্ঠানে রাজশাহী জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.