পেরুতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কাদামাটির টানে অন্তত ৭০০ ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু যানবাহন আর গবাদি পশুও দেবে গেছে কাদামাটির তলায়। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী।
এরই মধ্যে আকাশপথে দুর্যোগস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। শিগগিরই ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। একইসাথে উদ্ধারকাজ ত্বরান্বিত করারও তাগাদা দেন প্রেসিডেন্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.