পেট্রোপন্ন ই্যসুতে নদীয়ায় পথে নামলো বিজেপি

নদীয়া (ভারত) প্রতিনিধি: পেট্রোপন্ন ই্যসুতে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের পাশাপাশি এদিন নদীয়ায় পথে নামলো বিজেপি। কেন্দ্রীয় সরকার পেট্রোলের মূল্য 10 টাকা কমিয়ে দেওয়ার পরে 22 টি রাজ্য পেট্রোলের মূল্যবৃদ্ধি কমিয়েছে।
যাদের বেশির ভাগ রাজ্য বিজেপি শাসিত, কিন্তু বাংলায় তৃণমূল সরকার এখনো পেট্রোলের দাম কম করেনি।
কেন্দ্রের হারে পেট্রোলের দাম রাজ্যকে কমাতে হবে এই ইস্যু নিয়ে আজকে নদীয়ার কৃষ্ণ নগরের রাজপথে নামলো বিজেপি।
যেখানে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে মমতা সরকার বারংবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, অথচ আজকে তারা পেট্রোলের দাম কমাচ্ছে না এই দ্বিচারিতা তৃণমূল কেন করছে মানুষের সঙ্গে এটা বোঝানোর জন্যই আজকে বিজেপি নদিয়ার কৃষ্ণনগরের রাজপথে মিছিল করে।
কৃষ্ণনগর জেলা পার্টি অফিস থেকে শুরু করে পোস্ট অফিসে মোড়ে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির একাধিক জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব ও কর্মীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বিশ্বপ্রিয় চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন, ও রজ্য সরকারকে অবিলম্বে দাম কমানোর আর্জিও করে।
সব মিলিয়ে একাধিক ই্যসুতে এ রাজ্যে তৃনমুল সরকার বিজেপি কে যেভাবে আক্রমণ শানাচ্ছে, এই পেট্রপন্য ই্যসুতে বিজেপি, তৃনমুল কংগ্রেসের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে তা সময়ের অপেক্ষা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.