পেট্রাপোলে কর্মবিরতি, বেনাপোলে পণ্য রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি। এতে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে স্বাভাবিক রয়েছে আমদানি কার্যক্রম।
সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো কর্মবিরতি ডাক দিলে বন্ধ হয় রপ্তানি বাণিজ্য।
বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবারের মতো আজও সকাল থেকে কোন পণ্য রপ্তানি হয়নি ভারতে।
বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিটিসি নিউজকে জানান, শনিবার সকাল থেকে রপ্তানি বন্ধ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া একটি ট্রাক থেকে স্বর্ণের চালান জব্দ করে বিএসএফ।
এ ঘটনায় ভারতের এক সিএন্ডএফ কর্মীকে আটক করা হয়। এ ঘটনার সুরাহা ও পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে স্ক্যানার বসানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন দেশটির শ্রমিকরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.