পেঁয়াজ শেষে পঞ্চগড়ে লবণাতংক ক্রেতা সাধারণের মাঝে

পঞ্চগড় প্রতিনিধি: বাজারে লবণ সংকট এবং মূল্য বৃদ্ধির গুজব পৌছে গেছে প্রত্যন্ত এলাকায়। পেঁয়াজের মত আরো দাম বাড়তে পারে এমন ভয় কাজ করছে ক্রেতাদের মাঝে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবণের জন্য তারা ভিরও করছে দোকানে দোকানে।

নিত্যদিনের সকল খরচের চেয়ে ক্রেতারা অধিক গুরুত্ব দিচ্ছে লবণে। আর সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ফায়দা লুটতে লবণ বিক্রি করছে চড়া দামে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) পঞ্চগড়ের বিভিন্ন বাজার ঘুরে এসব দৃশ্য দেখা যায়।

তবে ক্রেতাদের অভিযোগ, প্যাকেটের গায়ের মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা প্রতি কেজিতে বেশি গুণতে হচ্ছে। অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযানে নামে। অভিযান শেষে লবণের মূল্য আবার উর্ধগতিতে।

এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), পঞ্চগড়’র শিল্প সহায়ক কেন্দ্র থেকে জরুরী নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে, লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পন্ন। গত ১৫ নভেম্বর পর্যন্ত দেশে লবণের মজুদ ৬.৫০ লক্ষ মেট্রিক টন।

এছাড়াও সামনের মৌসুমের জন্য লবণ চাষিরা চাষ শুরু করেছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহ-পরিচালক শেখ সাদী বিটিসি নিউজকে বলেন, লবণের যথেষ্ট মজুদ রয়েছে। কেউ যেন বিভ্রান্ত না হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.