পেঁয়াজ নিয়ে সরকারকে বেকায়দায় ফেলা ব্যবসায়িদের রক্ষা নেই : বাণিজ্যমন্ত্রী

 

রংপুর ব্যুরো: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ নিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে যারা বা যেসব ব্যবসায়ি মাঠে নেমেছে, তাদের কোন রক্ষা নেই। অবশ্যই জনগনের আদালতে ওই ব্যবসায়ীদের দাড় করানো হবে।

আজ সোমবার দুপুরে রংপুর মহানগরীর সেন্টাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করবেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে দশটি টিম কাজ করছে। ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ টাকা করে পেঁয়াজ বিক্রয় করছেন। রংপুরে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রয়ের ব্যপারে ব্যবস্থা নেযা হবে। যাতে মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধা না হয়।

মন্ত্রী বলেন,  কিছু অবৈধ মজুদদারের কারনেই দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব্ শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.