পেঁয়াজ আমদানীতে শুল্ক প্রত্যাহার’র বিষয় বিবেচনা করা হবে : অর্থমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাজার স্থিতিশীল রাখার স্বার্থে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

এসময় অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কঠোর পরিশ্রম করার কারণেই করোনা মহামারি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে যা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে।

আ হ ম মোস্তফা কামাল আরও জানান, সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রায় দুই হাজার ৫শ’ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে নারায়ণগঞ্জের একটি বেসরকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয় প্রকল্প। ২০ বছর মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৬শ’ কোটি টাকা।

এছাড়াও, রাশিয়া থেকে ২লাখ মেট্রিক টন গম আমদানী করবে, সরকার। এতে ব্যয় হবে ৪৩৭ কোটি ৪৭ লক্ষ টাকা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.