পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ – সমাবেশ 

গাইবান্ধা  প্রতিনিধিঃ  পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে আজ শনিবার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি  মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, গত দুইমাস ধরে পেয়াঁজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হলেও সরকার কার্যকরী কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা অবিলম্বে^ পেয়াঁজের এই ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বক্তারা আরও বলেন, শুধু স্বাভাবিক নয়, যারা এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়াঁজ সিন্ডিকেটের সাথে জড়িত তাদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.