BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো: চন্দনাইশ উপজেলার ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধপল্লী পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় মর্যাদায় ৩১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হলো দানোত্তম, দানরাজ ও দানোশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে, প্রথম পর্বে ছিল ভোর ০৫.০১ টায় কীর্তন সহকারে প্রভাত ফেরী, ০৬.০১ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ০৬.৩০ টায় বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষগণের স্মরণে অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান ও সদ্ধর্মসভা এবং ভিক্ষুসংঘকে পিন্ডদান। সকাল ০৯ টায় তরুণ কর্মী সংঘের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো ৮২তম সাঁতার প্রতিযোগিতা।

বিকাল ২টায় কীর্তন সহকারে ছাঁইদামুনি ফড়া সামনে থেকে তরুন কর্মী সংঘের সকল সদস্য ও ছোট্ট বন্ধুরা ধর্মীয় পতকা, কল্পতর নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে। বিহারের গেটে প্রয়াত প্রাণেশ কান্তি বড়ুয়ার স্মৃতি স্মরণে বিহারের রাস্তা উদ্বোধন করেন। পরে সভামন্ডপে আগমন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী মিলনারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মধারী ভদন্ত বিনয়পাল মহাথের। রত্নাংকুর বিহার সভার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত প্রাণেশ কান্তি বড়ুয়া সড়কের শুভ উদ্বোধন করেন সদ্ধর্মধারী ভদন্ত বিনয়পাল মহাথের। প্রধান জ্ঞাতী ছিলেন শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞারত্ন মহাথের।

বিশেষ জ্ঞাতী ছিলেন, উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ ও চন্দনাইশ ভিক্ষু পরিষদের সহসভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন, ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত কে. শ্রী জ্যোতিসেন মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ থের।

অতিথি ছিলেন, ইউএসটিসি’র সাবেক উপাচার্য, জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদ প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। আশীর্বাদক ছিলেন রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের।

সভায় বক্তারা বলেন, তথাগত বুদ্ধের বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারলে অশান্ত বিশ্বে মৈত্রী ও শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারা আরো বলেন, বুদ্ধ বলেছেন, অহিংসই পরম ধর্ম। তাই সকল বৌদ্ধ সম্প্রদায়কে হিংসা পরিহার করে শান্তিময় বিশ্ব গড়তে বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, নিমফুল ভদন্ত নিয়নমিত্র ভিক্ষু, মৈত্রপ্রিয় ভিক্ষু, প্রিয়মিত্র ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন । চীবর দান অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সবুজ বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, রত্নাংকুর বিহার সভার কার্যকরী সভাপতি সজল কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক সঞ্জয় সোম বড়ুয়া উত্তম। ধন্যবাদ জ্ঞাপন করেন এডভোকেট জিনদত্ত বড়ুয়া কাজল।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিক্সন বড়ুয়া গুড়া।

সন্ধ্যায় তরুণ কর্মী সংঘ কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল