পূর্ব টাঙ্গাইলের ত্রাস তোফাজ্জল আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে পূর্ব-টাঙ্গাইলের ত্রাস, হত্যাসহ বহু মামলার আসামি তোফাজ্জল হোসেন (৩৮) গ্রেফতার হয়েছে। গত রাত (২ আগস্ট) আটটার দিকে র‍্যাব ১৪, সি পি সি- ৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল তাকে কালিহাতি উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলার মধ্যবর্তী ভুক্তা বাজার (কালিহাতি) এলাকা থেকে আটক করে।
এক সময়ের দরিদ্র সিএনজি ড্রাইভার তোফাজ্জল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায়। অশিক্ষিত তোফাজ্জল বাংলা ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বাগিয়ে নেয় কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ।
তৎকালীন এমপি সোহেল হাজারীর আশীর্বাদপুষ্ট তোফাজ্জল এরপর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। এলাকার মানুষকে কারণে-অকারণে মারধর করে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করে রাখা, অন্যের জমি দখল, অন্যের জমি থেকে জোর করে মাটি বা বালু বিক্রি করা, নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি, মাদক, কিশোর গেং- এরকম হেন কোন অপরাধ ছিল না যেখানে তোফাজ্জল ছিল না।
তোফাজ্জলের অবৈধ টাকার কাছে প্রশাসনসহ অনেকেই তখন আত্মসমর্পণ করে। অনেকেই কোণঠাসা হয়ে পড়ে। শেষ পর্যন্ত তোফাজ্জল এতই বেসামাল ও লাগামহীন হয়ে পড়ে যে ,সে প্রকাশ্যে বলে বেড়াতো – আমি কিছুই কেয়ার করি না। গত কোরবানির ঈদের সময়ও তোফাজ্জল তার প্রতীবেশি আত্মীয়দের শারীরিকভাবে প্রচণ্ড রকমভাবে জখম করে।
র‍্যাব -১৪, সিপিসি- ৩, টাঙ্গাইল এক প্রেস রিলিজ এর মাধ্যমে জানায়- ২০২৪ সালের ৪ আগস্ট টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে আন্দোলনরত ছাত্র -জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব এর প্রেস রিলিজ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়- বিগত বছরের ৪ আগস্ট জেলা সদর রোডের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের সামনে থেকে এজাহার নামীয় তোফাজ্জল ও তার দুষ্কৃতকারী সঙ্গীরা পিস্তল, শর্টগান ইত্যাদি আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং ব্যবহার করে। এ সময় তারা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায়।
এ সময় উক্ত মামলার বাদী লাল মিয়াসহ আরো বহু মানুষ গুরুতররূপে আহত হয়।
হামলার পর হামলাকারিরা রেলস্টেশন রোড, টাঙ্গাইল মেডিকেল কলেজের পাশের রোড, নতুন বাস স্ট্যান্ডের রোডগুলো ধরে পূর্ব টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.