পূজোর আমেজ শেষ হতেই ভোট প্রচারে তৃনমুল কংগ্রেস (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: আগামী ৩০শে অক্টোবর রাজ্যের ৪ কেন্দ্রের বিধান সভার উপ-নির্বাচন। নদীয়ার শান্তি পুরেও এই অকাল উপনির্বাচন হতে চলেছে।
যার, নির্বাচনী প্রচারে নেমে পড়েছিল সব রাজনৈতিক দল। মাঝে কয়েকটি দিন দূর্গা পূজোর জন্য প্রচার ব্যহত হয়।
পূজোর আমেজ মিটতেই সময়,নষ্ট না করে ভোট প্রচারে মাঠে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস।
এদিন শান্তি পুর বিধান সভার বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস sc.st.obc সেলের পক্ষ  থেকে এলাকায় এক বিশাল জনসভা আয়োজন করা হয়।
তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্ভোথনে আজ এই জনসভার আয়োজন করা হয়।
এদিনের জনসভায় উপস্থিত ছিলেন শান্তিপুর সহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিন্দাবন প্রামাণিক, প্রাক্তন সাংসদ তাপস মন্ডল, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, রিক্তা কুন্ডু, রাজ্যের প্রাপ্তন মন্ত্রী রত্নাদে কর সহ আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ,।
এদিনের,সভায় বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের থেকে অসংখ্য কর্মি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
বক্তব্যে বক্তারা তৃনমুল সরকারের সকল জনমূখী প্রকল্প গুলির বিস্তারিত তথ্য তুলে ধরার সাথে সাথে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন,পাশাপাশি পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিরো প্রতিবাদ করে।
আগামী উপ-নির্বাচনে তাদেরি জয় লাভ হবে বলেও দাবী করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.