পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানী-রফতানী বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানী-রফতানী বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে। অন্যদিকে পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানী-রফতানী বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও সরকারী ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানী-রফতানীকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৫দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী-রফতানী বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
পরে ৩০ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর (শনিবার) বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানীর মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানী-রফতানী কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানী-রফতানী বন্ধের ঘোষণা দিলেও সরকারী ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.