পূজা-অর্চনা, অঞ্জলীর মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার মহাষ্টমী

নাটোর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে মহাষ্টমী পূজার মধ্যে দিয়ে নাটোরে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
পূজায় মায়ের পায়ে অঞ্জলী দিতে আজ সোমবার সকাল থেকেই শহরের প্রত্যেকটি মন্ডপে ছিল নানা বয়সী পুজারী ও ভক্তদের ভীড়। এসময় শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। পুরোহিতের চন্ডিপাঠ, মন্ত্রপাঠ, পু®পাঞ্জলি ও ভোগারতি সহ নানা আনুষ্ঠানিকতায় শেষ হয় মহাঅষ্টমী পূজা।
বিকেল চারটায় শুরুহয় সন্ধিপূজা। হানাহানি দূর করে দেশ ও স¤প্রীতির কল্যান কামনা করে দেবীর কাছে প্রার্থনা করেন পুজা মন্ডপে আগত ভক্তরা। তবে বৃষ্টির কারণে ভক্ত দর্শকদের মনে কিছুটা সংখ্যা দেখা দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.