পূজামণ্ডপে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। শুধু পূজা নয়, সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু ধর্মীয় উৎসব নয় যেকোনো উৎসবে আমাদের সিকিউর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। তিনি বলেন, যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.