পুলিশ হতে নিয়োগ ক্যাম্পে কাশ্মীরের ৪ শতাধিক তরুণী

(পুলিশ হতে নিয়োগ ক্যাম্পে কাশ্মীরের ৪ শতাধিক তরুণী–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিশেষ পুলিশ অফিসারের (এসপিওএস) পদে যোগদানের জন্য জম্মু কাশ্মীরের চার শতাধিক তরুণী নিয়োগ ক্যাম্পে নিয়েছে। গত শনিবার কাথুয়া শহরে চলে এই নিয়োগ ক্যাম্প।

অতিরিক্ত পুলিশ সুপার রামিশ গুপ্ত বলেন, নিয়োগ প্রক্রিয়া গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে।
তিনি আরও বলেন, গত শনিবার ছিল নিয়োগ প্রক্রিয়ার শেষ দিন ছিল যা ১৫ ফেব্রুয়ারী শুরু হয়েছিল। শেষদিনে শুধু মাত্র মেয়েরা নিয়োগ প্রক্রিয়ার জন্য ছিল। এসপিওএস পদের জন্য ৪১৫ জন তরুণী আবেদন করেছে।
বার্তা সংস্থা এএনআই বলেন, জম্মু কাশ্মীরের পুলিশ হতে তারা খুব উদগ্রীব। তারা দেশকে সেবার জন্য প্রস্তুত।
দিম্পি শর্মা নামে এক আবেদনকারী বলেন, তিনি নারীদের নিরাপত্তা এবং দুর্নীতি বন্ধে কাজ করতে চান। তিনি আরও বলেছেন, দেশের জন্য আমার কিছু করতে হবে। আমি দুর্নীতি এবং ধর্ষণ বন্ধ করতে চাই। আমি নারীদের নিরাপত্তার জন্য কাজ করতে চাই এবং আমার দেশের সেবা করতে চাই।
পারভীন নামে আরেক আবেদনকারী বলেছেন, আমি পুলিশ বাহিনীতে কাজ করতে চাই। এটি একটি ভালো সুযোগ। আমি দেশকে সুরক্ষা দিতে চাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.