পুলিশ-বিএনপি সংঘর্ষ, রণক্ষেত্র মুন্সীগঞ্জ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.