পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গোদাগাড়ী উপজেলার ঐতিহ্য বাহী খেতুর মেলা অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর ক্ষেতরী গ্রামে ঠাকুর নরোত্তম দাসের তীরোভব তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। যা গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী খেতুর মেলা নামে পরিচিত ও অনুষ্ঠিত।
ঠাকুর নরোত্তম দাসের জন্ম গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামে। এই তিথি মহোৎসব গত ১৩ ই অক্টোবর আরম্ভ হয় এবং ১৫ অক্টোবর শান্তি পূর্ণ পরিবেশে শেষ হতে যাচ্ছে যার সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম (বার), সহযোগিতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সার্কেল এস পি( গোদাগাড়ী) জনাব আসাদুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ জনাব, কামরুল ইসলাম।
সার্বিক সহযোগিতা করেন প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ গোদাগাড়ী মডেল থানা ও প্রেমতলী তদন্ত কেন্দ্রের কর্মরত অন্যান্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ঠাকুর নরোত্তম দাসের তিথি মহোৎসব লক্ষ লক্ষ মানুষের সমাগমে ভরপুর হয়ে গত কয়েকদিন থেকে শেষ পর্যন্ত এক মিলন মেলায় পরিনত হয়ে থাকে যা এবার আরও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে শেষ হতে যাচ্ছে।
তার ই ধারাবাহিকতায় ঠাকুর নরোত্তম দাসের মহোৎসব তিথি খেতুর মেলা পরিদর্শন করেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম ( বার)। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ জনাব কামরুল ইসলাম সহ অন্যান্ন পুলিশের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
তিথি মহোৎসব পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী তানোর,রাজশাহী ০১, মাননীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতি মন্ত্রী জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মনোজ কুমার সহকারী ভারতীয় হাইকমিশনার, রাজশাহী।

অতিথি বৃন্দ হিসেবে ছিলেন, জনাব এবি এম মাসুদ হোসেন বিপিএম (বার) পুলিশ সুপার, রাজশাহী।জনাব তপন কুমার সেন, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা পরিষদ, জনাব জানে আলম উপজেলা নির্বাহী অফিসার গোদাগাড়ী, মোঃ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা, মোঃ সোহেল রানা চেয়ারম্যান মাটিকাটা ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী সহ উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ ও অন্যান্ন অতিথি বৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন, সারথি কৃষ্ণ ব্রম্ভচারী, অধ্যক্ষ,ইসকন খেতুরী ধাম। সহযোগিতা করেন, শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রম্ভচারী সহ অনেকেই।
এ তথ্য নিশ্চিত করেন গোদাগাড়ী মডেল থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ জনাব কামরুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোদাগাড়ী প্রতিনিধি মো. আলতাফ হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.