পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার

আরএমপি প্রতিবেদক: আজ বুধবার (০৩/০৪/২০১৯ ইং) বেলা ১১.৩০ টায় আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের অফিস কক্ষে পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এ সময় আরএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাকালে আরএমপি’র পুলিশ কমিশনার ও ভারতীয় সহকারী হাই কমিশনার এর মাঝে বাংলাদেশ-ভারত এর ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান,

রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আরএমপি’র নবগঠিত ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), মাদক-জঙ্গীবাদের বিরুদ্ধে আরএমপি’র কঠোর অবস্থান, ভিসা প্রক্রিয়া আরো সহজীকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.