পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে আসামির মৃত্যু
সিলেট ব্যুরো: আজ বুধবার সিলেটে গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আব্দুল্লাহ (৩২) নামে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।
আজ ভোরে সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের ফাল্গুনী-৩৮ বাসায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর নোয়াগ্রামের মৃত মাওলানা ইয়াকুব আলীর ছেলে। তিনি ফাল্গুনী-৩৮ মারুফ ভিলায় বোনের বাসায় থাকতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ বিটিসি নিউজকে জানায়, একটি মাদক মামলায় আব্দুল্লাহর নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসএমপির শাহপরান (র.) থানা পুলিশ আসামি ধরতে ওই বাসা ঘেরাও করে।
এসময় গ্রেফতার এড়াতে গিয়ে তিন তলা বাসার ছাদে উঠে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিটিসি নিউজ সিলেট ব্যুরোকে এসএমপির শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, গ্রেফতার এড়াতে বাসার তৃতীয় তলার ছাদে উঠে লাফ দেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল্লাহর ভাই তাজুল ইসলাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.