পুলিশের জানাজায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ৪০ আফগান নিহত, আহত ৬০

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্ব যখন মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত তখন আফগানিস্তানে ঘটেছে মানবসৃষ্ট হৃদয়বিদারক ঘটনা। আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক পুলিশ কর্মকর্তার জানাজায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় ৪০ জন নিহত এবং পুলিশ কমান্ডারের জানাজায় ওই বোমা হামলায় আরও ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দেশটির রাজধানী কাবুলের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে বন্দুকধারীদের হামলায় ২ নার্স, দুই শিশু ও ১২ জন মা সহ মোট ১৩ জন নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) আফগানিস্তানের কুজ কুনার জেলায় এবং দাশত-ই-বারচি হাসপাতালে এই হামলার ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

নানগারহার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, কুজ কুনার জেলা পুলিশের কমান্ডার শেখ আকরামের দাফন কার্যের সময় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার দাফন কার্যে রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ, প্রাদেশিক কাউন্সিল সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ, প্রাদেশিক কাউন্সিল সদস্যদের লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

হামলার পর গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে এক টেলিগ্রাম বার্তায় এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ওই বার্তায় আইএস জানিয়েছে, নাকগারহারে উপস্থিত আফগান নিরাপত্তা বাহিনী এবং সরকার সমর্থিতদের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১০০ নাস্তিককে হত্যা করেছে জিহাদি আব্দুল্লাহ আল-আনসারী।

এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যেই পবিত্র রমজানে আফগানিস্তানে ২টি হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। নির্দোষ মানুষের ওপর হওয়া এই হামলা ক্ষমার অযোগ্য। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.