পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলায় জামায়াত-শিবিরের ২১ জনকে কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি: হরতালে পুলিশের খাবারের গাড়িতে আগুন দেওয়ার মামলায় জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাবেক ও বর্তমান আমিরসহ জামায়াত-শিবিরের ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজ আজ রোববার এই রায় ঘোষণা করেন।
এছাড়া প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক মাস কারাগারে থাকতে হবে।
রায় ঘোষণার সময় ২১ আসামীর মধ্যে সাতজন আদালতে ছিলেন।
তারা হলেন- শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া, ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন।
পলাতক ১৪ আসামী হলেন- জেলা জামায়াতের সাবেক আমির মামলার প্রধান আসামী নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমির সৈয়দ গোলাম সারোয়ার, কাজি ইয়াকুব আলী, হেলাল উদ্দিন ভূঁইয়া, গোলাম ফারুক, রুস্তম আলী, নিপু, ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি রাসেদুল করিম রানা, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম হুমায়ুন, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইকবাল ও বিল্লাল আহমেদ।
সাজাপ্রাপ্ত ও পলাতক সবাই ব্রাহ্মণবাড়িয়ার জামায়াত-শিবিরের নেতাকর্মী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল হোসেন  তারা মামলার নথির বরাতে বলেন, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতালে কুমিল্লা-সিলেট মহাসড়কে পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২২ জনকে আসামী করে মামলা করে। পরের বছর অগাস্টে ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া থানার এসআই আতিকুর রহমান। বর্তমান তিনি বিজয়নগর থানার ওসি।
আইনজীবী নাজমুল বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সব আসামীকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.