পুরোনো ঠিকানা রিয়ালে ফিরলেন গার্সিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে দলবদল নিয়ে ব্যাপক সাড়া ফেলছে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকজন খেলোয়াড়কে ইতোমধ্যে ছেড়ে দিয়েছে তারা।
অফিসিয়াল ঘোষণা না দিলেও ইতোমধ্যে দলে ভেড়ানো হয়েছে জুডে বেলিংহামকে। এবার রায়ো ভাইয়েকানো থেকে ফ্রান গার্সিয়াকে দলে ফিরিয়েছে তারা।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় রিয়াল মাদ্রিদ। চার বছরের চুক্তিতে রিয়ালে ফিরেছেন এই লেফট-ব্যাক। ক্লাবটির হয়ে গার্সিয়ার পথচলা শুরু হয়েছিল ২০১৩ সালে; একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে। ২০১৮ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার।
দুই বছর পর ২০২০ সালে ধারে ভাইয়েকানোতে যোগ দেন তিনি। পরের বছর ২০ লাখ ইউরোয় তাকে স্থায়ীভাবে কিনে নেয় ক্লাবটি। তাদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন গার্সিয়া। করেছেন ৫টি গোল ও ৮টি অ্যাসিস্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.