পুন:নির্মিত মসজিদ (আল্লাহু মসজিদ) উদ্বোধন করলেন সেনাপ্রধান

(পুন-নির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ। ছবি: আইএসপিআর)
বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা সেনানিবাসে পুন:নির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদের (আল্লাহু মসজিদ) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ শুক্রবার (১১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মসজিদটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেনাপ্রধান মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সেনা সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদবীর সেনা সদস্য ও স্থানীয় অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয় ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ)। আগে ৯০০ জন মুসল্লি ধারণক্ষমতা ছিল মসজিদের। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুমার দিনে মসজিদ সংলগ্ন রাস্তাটিতেও মুসল্লিদের নামাজ পড়তে হতো।
বর্তমান ও আগামীদিনের কথা ভেবে সেনাপ্রধান মসজিদ পুন:নির্মাণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গেল ১০ মার্চ পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুন:নির্মিত মসজিদটির আয়তন প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট। ধারন ক্ষমতা বেড়ে ৩ হাজারেরও বেশী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.