পুতিনকে যুদ্ধাপরাধী বলে নিন্দা প্রস্তাব মার্কিন সিনেটে পাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে নিন্দা জানাতে আনা প্রস্তাবে সর্বসম্মতি জানিয়েছেন মার্কিন সিনেটের সদস্যেরা।
বিরল আন্তঃদলীয় ভোটাভুটিতে সিনেট সদস্যেরা পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভোটের আগে গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার বক্তৃতা দেন। তিনি বলেন, ইউক্রেনে ‘নৃশংসতার’ জন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনতে হবে।
বিলটির উদ্যোক্তা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমার পরবর্তী পদক্ষেপ হলো—আমাদের ব্রিটিশ মিত্রসহ সঙ্গে কাজ করা। আশা করি, অন্যরাও এর সঙ্গে যুক্ত হবে। আমরা একটি ইন্টেল সেল তৈরিতে কাজ করব, যা যুদ্ধাপরাধে যুক্ত রুশ সামরিক ইউনিটগুল এবং তাদের কমান্ডারদের নাম প্রকাশ শুরু করবে।’
‘নাম প্রকাশ ও লজ্জা দেওয়ার ক্যাম্পেইন শুরুর প্রক্রিয়া চলছে’ বলেও জানান লিন্ডসে গ্রাহাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.