‘পুতিনকে না থামালে তৃতীয় বিশ্বযুদ্ধ’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে। গতকাল সোমবার (০৭ মার্চ) লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসিদা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে এ কথা বলেছেন।  
তিনি বলেন, প্রতিরোধ নীতি যথেষ্ট ছিল না এবং সেই ‘ফরওয়ার্ড ডিফেন্স’ এখন দরকার।
গিটানাস নাউসিদা বলেন, ‘আমি অবশ্যই বলবো প্রতিরোধ ক্ষমতা জোরদার করা আর যথেষ্ট নয়, ইউক্রেনে পুতিনকে না থামালে তিনি থামবেন না।’
এই নেতা আরও বলেন, ‘জাতি হিসেবে আমাদের সম্মিলিত কর্তব্য হলো ইউক্রেনীয়দের সমস্ত উপায়ে সাহায্য করা। আমি বলতে চাচ্ছি সব মানে সব উপায়ে, যদি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চাই। সিদ্ধান্ত আমাদের হাতে।’
অন্যদিকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির উদ্ধৃতি দিয়ে ব্লিনকেন নাউসিদাকে বলেন, ‘একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। মার্কিন যুক্তরাষ্ট্র, সকল মিত্র ও অংশীদারদের সঙ্গে, ন্যাটো অঞ্চলের এক ইঞ্চি আক্রমণের মুখে পড়লে রক্ষা করবে।’
এদিকে, রুশ ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার বৈঠক সদ্য সমাপ্ত হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের ইউক্রেনীয় একজন উপদেষ্টা বলেন, মানবিক করিডোর খোলার বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ‘সামান্য ইতিবাচক’ অগ্রগতি হয়েছে। তবে বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.