BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা একটি গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক্সে এক পোস্টে গীতা উপহার দেয়ার বিষয়টি জানান তিনি। তিনি লেখেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা উপহার দিয়েছি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা।

দুইদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটা তার প্রথম ভারত সফর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান মোদি। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন মোদি ও পুতিন। সংবাদ সম্মেলনে সন্ত্রাসবিরোধী লড়াই, বাণিজ্য ও অর্থনীতি এবং ইউক্রেন যুদ্ধ ছাড়াও অনেক বিষয় উঠে আসে।

মোদি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে রাশিয়া।’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রচেষ্টার দৃঢ় সমর্থক রাশিয়া।

চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর এক প্রতিক্রিয়া জানায় পুতিনের সরকার। হামলার নিন্দা জানিয়ে মস্কো বলেছিল, ‘সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূলের জন্য ভারতের সাথে সংহতি প্রকাশ করবে’।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করে পুতিন বলেন, ইউক্রেনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে কাজ করছে রাশিয়া। তিনি আরও জানান, কীভাবে শান্তিপূর্ণভাবে সংঘর্ষ থামানোর প্রচেষ্টা চলছে, তার পরিকল্পনা মোদির সঙ্গে শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টকে বলেছেন, ভারত সবসময় শান্তিকে সমর্থন করেছে এবং শান্তির পক্ষে রয়েছে। রাশিয়া-ইউক্রেনও দ্রুত শান্তির পথে হাঁটবেন বলে আশা প্রকাশ করেছেন।

মোদি বলেন, ‘ইউক্রেন সঙ্কট শুরুর পর থেকে আমরা ক্রমাগত আলোচনা করেছি। সময়ে সময়ে আপনিও (পুতিন) আমায় সবকিছু জানিয়েছেন। আমি মনে করি যে, এই বিশ্বাস আমাদের শক্তি। আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। একসঙ্গে আমরা শান্তির পথে এগিয়ে যাব।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত-৪ লঞ্চ–বালুবাহী বাল্কহেড সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী রাজবাড়ীতে সড়ক সংস্কার কাজে ভয়াবহ বায়ুদূষণ, অতিষ্ঠ জনজীবন কাপ্তাই হ্রদে ১৯জন পর্যটকবাহী নৌকা (ইঞ্জিনচালিত) ডুবি অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান সুস্বাস্থ্য ও ত্বকের যত্নে টক দই স্বাস্থ্যসম্মত দিন শুরুর সেরা উপায় টক দই ফিলিস্তিনিদের রক্তেভেজা যিশুর শহর বেথলেহেমে দুই বছর পর বড়দিন উদযাপন বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত