নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে। অপর দুই নিহত একজন পুরুষ ও একজন নারী হলেও পুলিশ তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজশাহী যাত্রীবাহী রাজকীয় নামের বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ ও একজন নারী মারা যান। দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন এবং তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি করেন। তারা পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছিলেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বেলপুকুর থানার ওসি-সহ পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধ করেছিলেন।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে রাজকীয় বাসটিকে আটক করা হয়েছে। যেহেতু দুর্ঘটনার স্থান বেলপুকুর থানার অন্তর্গত, তাই আমরা সেখান থেকে চলে এসেছি।
তিনি আরও জানান, রাজশাহী মেট্রো পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। পরে রাত নয়টার দিকে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, আরএমপি ও পুঠিয়া থানা পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১২টা নাগাদ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















