পুঠিয়ায় ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৫) ও তার ভাগ্নি সোলাইমানের মেয়ে সাইফা খাতুন (৭)। তারা একই পরিবারের সদস্য এবং পার্শ্ববর্তী আকবর হোসেনের ছেলে মিলনের বাড়িতে লুকোচুরি খেলছিল।
স্থানীয়রা জানান, খেলার সময় ফ্রিজের পেছনে লুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুদুটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, “ঘটনাস্থলে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখি। প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, নিহত শিশু সাইফার পরিবারে এটি তৃতীয় শোকের ঘটনা। এর আগে সোলাইমানের বড় মেয়ে পুকুরে ডুবে ও ছোট ছেলে সাপের কামড়ে মারা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.