আমাদের আরও উদ্বুদ্ধ করবে’, ইউনেস্কোর দুর্গাপুজো স্বীকৃতিকে সম্মান জানালেন মমতা

বিশেষ (ভারত) প্রতিনিধি: উৎসবের একমাস আগে এমন উন্মাদনা কলকাতা মহানগরী দেখেছে কি? বোধহয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে বৃহস্পতিবারই শুরু হয়ে গেল দুর্গাপুজো।
কলকাতায় এক বর্ণাঢ্য মহামিছিল করে ধন্যবাদ জানানো হল ইউনেস্কোকে। বাংলার দুর্গোৎসবকে স্বীকৃতি দেওয়ার জন্য। গত ডিসেম্বরেই মিলেছে এই স্বীকৃতি। তাই সম্বর্ধনা জানানো হল ইউনেস্কোর দুই প্রতিনিধিকে।

রবীন্দ্রনাথের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু শোভাযাত্রা পৌঁছাল রেডরোডে। পা মেলালেন সব ধর্মের মানুষ। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিফলিত হল বাংলার কৃষ্টি,মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ- ধর্ম নিজের, উৎসব সবার।
আপ্লুত ইউনেস্কোর প্রতিনিধিরা বললেন, বিশ্বের বুকে শান্তির প্রতীক বাংলার দুর্গোৎসব। কলকাতা এবং হাওড়ার পুজো উদ্যোক্তারা ছাড়া ও এদিন অংশ নেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিবেশী বাংলাদেশের জনগণকে ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি সৌম্য সিংহ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.