বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল। আত্নবিশ্বাসী কণ্ঠে এমনটায় জানিয়েছিলেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। তবে ২৪ ঘণ্টা না পেরেতোই শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিফা র্যাংকিংয়ে ৫ নম্বরে ব্রাজিল। অন্যদিকে ৬২তম স্থানে প্যারাগুয়ে। ৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে ১-০ গোলে হারতে হয়েছে দরিভালের শিষ্যদের। ৯০ মিনিটের খেলায় ব্রাজিল সবশেষ প্যারাগুয়ের কাছে হেরেছিল সেই ২০০৮ সালে। দীর্ঘ ১৬ বছর পর আবারও হারের তেঁতো স্বাদ পেল সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকে বেশ দাপটের সঙ্গে খেলেছে। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি। অন্যদিকে ম্যাচের ২০ মিনিটেই লিড পেয়ে যায় প্যারাগুয়ে। ইন্টার মায়ামির উইঙ্গার ডিয়েগো গোমেজ গোল করে এগিয়ে দেন দলকে।
এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। তবে গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের। এই হারে ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। এই নিয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার ব্রাজিলের। ৮ ম্যাচে তাদের ১০ পয়েন্ট। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.