পীরগাছায় চলন্ত ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নববধূসহ নিহত ৪

রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নববধূসহ ৪ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে অটোরিকশায় নববধূ সুমি ও তার স্বামীসহ ৬ জন শশুরবাড়ি লালমনিরহাট যাচ্ছিলেন। এসময় গাড়িটি অন্নদানগর রেললাইন অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোচালক দুখুসহ দুইজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নববধূ সুমি ও তার স্বজন মোস্তাফিজ মারা যান।

বর্তমানে সুমির স্বামীসহ অপর তিনজনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. রয়েল।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জন ও পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশংকাজনক। অটোচালক রেললাইন পার হবার সময় সম্ভবত ট্রেনের ইঞ্জিন আসছিল, আর সেটা বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.