পীরগঞ্জে অগ্নিসংযোগের অন্যতম হোতা সৈকতের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি (ভিডিও)

রংপুর প্রতিনিধি: ফেসবুকে কাবা শরীফ নিয়ে অবমাননাকর পোস্ট দেয়াকে ঘিরে রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায়ে ‌র‌্যাবের হাতে গ্রেফতার মূল হোতা কারমাইকেল কলেজ ছাত্রলীগের বহিস্কৃত নেতা সৈকত মন্ডল ও তার সহযোগি রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিযেছেন।
আজ রবিবার (২৪ অক্টোবর) সন্ধা সোয়া ৬ টায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক দেলোওয়ার হোসেনের আদালতে তারা এই জবানবন্দি দেন। এর আগে তাদেরকে ওই ঘটনায় করা র‌্যাবের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্বা আইন মামলায় তাদেরকে গ্রেফতার দেখিযে তাদেরকে আদালতে তোলেন তদন্ত করমকর্তা সুদীপ্ত শাহীন। সেখানে ঘটনার আদ্যোপন্ত বর্ননা দেন তারা।
এর আগে গত শুক্রবার (২২ অক্টোবর) টঙ্গি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।
ব্রিফিংয়ে জানানো হয় সৈকত মন্ডল ওই ঘটনার মূল হোতা।
এ ঘটনায় তিন দিনের রিমান্ডে থাকা ৩৭ জনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারক। মোট তিনটি মামলায় এখন পর্যন্ত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.