পিস্তল নিয়েই ঈদের জামাতে, ব্যবসায়ীকে গুলি

কুমিল্লা ব্যুরোL ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৩ মে) সকাল ৮টার দিকে কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি সহিদ বলেন, ঈদগাহ মাঠে গোলাবাড়ি এলাকার রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে একই এলাকার মুদি ব্যবসায়ী মোস্তাক আহমেদকে গুলি করেন। গুলিটি তার ডান হাঁটুতে লাগে। এ ঘটনায় ভয়ে ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়।
ওসি আরও বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িত পালিয়েছে। গুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে কিছুদিন আগে রুবেল আমাকে মারধর করে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এর আগেও তিনি প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে।’
ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন পাঁচথুবী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাসান রাফি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.