পিপিই পাওয়ার আশ্বাসে খুমেক এর ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহর

খুলনা ব্যুরো: প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট (পিপিই) পাওয়ার আশ্বাসে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহর করা হয়েছে।

আজ সোমবার (২৩মার্চ) রাত ৯ টায় তারা কর্মবিরতি প্রত্যাহরের ঘোষণা দেয়।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের যারা ডিউটিতে থাকবে তাদেরকে পর্যাপ্ত পরিমানে পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট সরবরাহ করা হবে। এ আশ্বাস পেয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহর করেছি। আগামী কাল মঙ্গলবার থেকে কাজে যোগ দিব।’

এর আগে গতকাল রোববার (২২ মার্চ) দুপুর আড়াইটা থেকে তারা হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে দিয়েছিল।

ওই দিন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার জানিয়েছিলেন, ‘কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা তাদের পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইমেন্ট দাবি করলেও তার ব্যবস্থা হয়নি।

এছাড়া বাজারে সংকট থাকায় নগদ টাকা দিয়েও তা’ কেনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চিকিৎসা দিতে গিয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক অসুস্থ্য হয়ে পড়েছেন। এ কারণে ভাইরাস জনিত রোগে সংক্রমিত হওয়ার ভয়ে প্রয়োজনীয় পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইমেন্ট ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের সকল দাবি আমরা মেনে নিয়েছি। তাদেরকে কর্মবিরতিতে থাকতে বারবার নিষেধও করেছি। তারা যা করেছে তা দুঃখ জনক। আমাদের যতেষ্ট পরিমানে চিকিৎসক রয়েছেন। তারা কাজ না করেও কিছু আসে যায় না। কালকে যদি তারা কর্মে না ফেরে তবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.