পিতার বাড়ি থেকে স্ত্রীকে ডেকে নিয়ে গেল স্বামী অতঃপর সকালে পেলেন হত্যাকৃত মেয়ের লাশ

বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাল্যবিবাহ কৃত রোজিনা আখতার (১৬) নামের ১০ম শ্রেণীর এক ছাত্রী’কে ছুরিকাঘাতে হত্যা করে বাড়ির পার্শ্বে ফেলে গেছে তার পাষন্ড স্বামী মর্মে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে ঘটেছে। নিহত রোজিনা আখতার গুডুম্বা ডি.এস ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রোজিনা আখতার (১৬) এর সাথে হরিসাড়া গ্রামের সেকেন্দার আলীর পুত্র এক সন্তানের জনক মেহেদী হাসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর’ই ধারাবাহিকতায় গত কয়েক মাস আগে মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় থানায় মিমাংসার মাধ্যমে তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে এক লক্ষ ৫০ হাজার দেন মোহরের টাকা নিয়ে ঝগড়া-কলহ লেগেই থাকে। রোজিনা আখতার বাবার বাড়িতেই থাকত। গতকাল শুক্রবার (১৯ জুন) ২০২০ ইং গভীর রাতে তার স্বামী মেহেদী হাসান তাকে পিতার বাড়ি থেকে পরিকল্পিতভাবে মোবাইল ফোনে ডেকে নিজ ব্যাটারী চালিত ইজিবাইকে করে নিয়ে যায়।

পরে আজ শনিবার (২০ জুন) ভোরে স্থানীয়রা বাড়ির পাশে রোজিনা আখতারের নিথর মরদেহ পরে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে নিহতের পিতা মকবুল হোসেন জানান, আমার মেয়ের বিয়ের পর থেকেই তাদের মধ্যে দেনমোহরের টাকা নিয়ে কলহ লেগেই থাকত। গতকাল শুক্রবার সকালে আমার মেয়ে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে। এনিয়েও তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার গভীর রাতে জামাই মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে সকালে ছুরিকাঘাত অবস্থায় বাড়ির পার্শ্বে তার লাশ পরে থাকতে দেখতে পায়।

নিহতের মাতা ছালেমা খাতুন বলেন, জামাই মেহেদী হাসান মোহরানার টাকা না দিয়ে মেয়েকে তালাক দেওয়ার হুমকী দেয়। এতে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি, এ নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। জামাই মেহেদী হাসান গতকাল শুক্রবার গভীর রাতে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে ভোরে ছুরিকাঘাত করে হত্যা করে আমার বাড়ির পাশে ফেলে যায়।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নিহত রোজিনা আখতারের স্বামী মেহেদী হাসানের প্রথম স্ত্রী থাকায় মোহরানার টাকা নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল।

গতকাল শুক্রবার গভীর রাতে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে নিহতের বাবার বাড়ির পাশে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকেই তার স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমাদের সর্বচ্চ তৎপরতা অব্যহত রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.