পিটিআই ছাড়ার হিড়িক: এবার পদত্যাগ করলেন দলের মহাসচিব ও সহসভাপতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এবার তেহরকি-ই-ইনসাফ (পিটিআই) ছাড়লেন দলটির জ্যেষ্ঠ সহসভাপতি ও ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ফাওয়াদ চৌধুরী। এ ছাড়া দলের মহাসচিব আসাদ উমরও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এর আগেও দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।
কাতরভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর, বুধবার (২৪ মে) দিবাগত রাতে ফাওয়াদ চৌধুরী এক টুইটে এবং আসাদ উমর এক সংবাদ সম্মেলনে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেন।
এক টুইটে ফাওয়াদ চৌধুরী ঘোষণা দেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি থেকে বিরতি নেয়ার। তাই আমি দলীয় পদ ছেড়ে দিচ্ছি এবং ইমরান খানের কাছ থেকে দূরত্ব বজার রাখার ঘোষণা দিচ্ছি।’
ফাওয়াদ চৌধুরীর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব আসাদ উমর ঘোষণা দেন যে, তিনি দলীয় মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছেন। তবে তিনি দলের সদস্য রয়ে যাবেন বলেও জানান।  
সংবাদ সম্মেলনে আসাদ উমর বলেন, ‘৯ মে এর ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমি নিজেকে দলের নেতৃত্বে থাকার অযোগ্য বলে মনে করছি, তাই আমি দলীয় মহাসচিবের পদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’
ফাওয়াদ চৌধুরী এবং আসাদ উমরকে নিয়ে প্রায় দুই ডজন পিটিআই নেতা পদত্যাগ করলেন। গত ৯ মে এর পর থেকেই দলটির নেতাকর্মীদের গ্রেফতারের পর দলটি থেকে পদত্যাগের হিড়িক লেগে গেছে। এর আগে, সাবেক মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারিসহ বেশ কয়েকজন নেতা দল ত্যাগ করেন।  
এদিকে, দল থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়ে যাওয়ার পর ইমরান তার এক টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন। দলীয় নেতাদের জোর করে পদত্যাগ এবং দল ছাড়তে বাধ্য করা হচ্ছে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘পাকিস্তানে জোর করে বিয়ে দেয়ার বিষয়টি আমরা সবাই শুনেছি, কিন্তু পিটিআইয়ের ক্ষেত্রে একটি নতুন ধারণা জন্ম নিয়েছে। এখন জোর করে তালাকও নেয়ানো হয়।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.