পিছু হটল চীন-ভারত : সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়ন থেকে

(পিছু হটল চীন-ভারত : সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়ন থেকে–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে উত্তেজনা প্রশমনে অতিরিক্ত সেনা না মোতায়েনে ঐক্যমতে পৌঁছেছে চীন-ভারত। সেই সঙ্গে দু’দেশের সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতেও সম্মত দুই পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী রাষ্ট্র।

সেনা কমান্ডার পর্যায়ের ষষ্ঠ রাউন্ড বৈঠক শেষে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুই দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আর অতিরিক্ত সেনা মোতায়েন করবে না নয়াদিল্লি-বেইজিং।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা। এমন পরিস্থিতির ইতি টানতে বৈঠকে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উভয় পক্ষই ‘ভুল বোঝাবুঝি এবং ভুল ধারণা এড়াতে’ এবং একতরফাভাবে স্থল পরিস্থিতি পরিবর্তন করা থেকে বিরত থাকতে সম্মত হয়।

এর আগেও সীমান্তে উত্তেজনা প্রশমনে দুই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে বৈঠক হয়। তারপরও পরিস্থিতি বদলায়নি।

গত জুনে লাদাখে চীনা বাহিনীর আগ্রাসনের পর থেকে সীমান্তে উত্তেজনা চরমে। একাধিকবার ছোটখাটো সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। সংঘাতে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.