BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিছিয়ে পড়েও আত্মঘাতী গোলে ব্রুজের মাঠে বার্সেলোনার ড্র

পিছিয়ে পড়েও আত্মঘাতী গোলে ব্রুজের মাঠে বার্সেলোনার ড্র

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে এক রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনা কোনোমতে হার এড়াতে সক্ষম হয়েছে, যেখানে ব্রুজ বারবার এগিয়ে গেলেও শেষ দিকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়।

উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা এই ম্যাচে আবারও খেই হারায়, আর গতিময় ফুটবলে ঘরের মাঠে চমক দেখানো ক্লাব ব্রুজ উজ্জীবিত পারফরম্যান্সে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বারবার লিড নেয়। বার্সেলোনার এই ড্রয়ে লামিনে ইয়ামালের নৈপুণ্য বিশেষ ভূমিকা রাখে।

ম্যাচের শুরুতেই ষষ্ঠ মিনিটে কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডির গোলে ব্রুজ এগিয়ে যায়। এর মাত্র এক মিনিট পরেই ফের্মিন লোপেসের ক্রসে গোল করে সমতা ফেরান বার্সেলোনার ফেররান তরেস। কিন্তু সপ্তদশ মিনিটে প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নিয়ে অরক্ষিত ফোর্বস ব্রুজকে ফের এগিয়ে নেন, যার পর লম্বা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে ইয়ামালের চমৎকার কারিকুরিতে বার্সেলোনা সমতা ফেরায়। দুই মিনিট পরই ব্রুজকে আবার এগিয়ে নিয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড ফোর্বস। তবে ৭৭তম মিনিটে ইয়ামালের বলে খ্রিস্তোস জোলিস মাথা ছুঁয়ে দিলে বল দিক পাল্টে জালে চলে যায় এবং সৌভাগ্যের গোলে তৃতীয়বারের মতো সমতা ফেরায় বার্সেলোনা।

বার্সেলোনার একটি শট পোস্টে এবং দুটি শট ক্রসবারে লাগে। ভিএআর মনিটরে দেখে ব্রুজের একটি পেনাল্টি এবং একটি গোল বাতিল করা হয়। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখেও বার্সেলোনা গোলের জন্য ২৩টি শট নেয়, যার মধ্যে মাত্র ৬টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ব্রুজের ১০ শটের মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল।

যোগ করা সময়ে স্ট্যান্সনির কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্রুজের রোমিও ভেরমন্ট জালে বল পাঠালেও ভিএআর মনিটরে দেখে ফাউল দেওয়ায় সেই গোলটিও বাতিল হয়। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রুজ।

চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন ১১ নম্বরে রয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রুজ আছে ২৪ নম্বরে। চার ম্যাচে টানা জয়ে যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ