পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মিরাজের

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরাজ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অনিক ইসলাম নামের অপর এক যুবক গুরতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের বাউরা নবীনগর সরকার পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাদের দুজনের বাড়ি মির্জারকোর্ট এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা বড় মসজিদে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে দুপুরের দিকে দুটি মোটরসাইকেলে চার বন্ধু বাড়ি থেকে বের হন। একটি মোটরসাইকেলে ছিলেন মিরাজ ও অনিক। তাদের মোটরসাইকেলটি নবীনগরের সরকার পাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মিরাজ। আর গুরতর আহত অবস্থায় অনিককে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.